নিজস্ব সংবাদদাতাঃ লাদাখের লেহ এলাকায় একদল দুর্বৃত্তের 'সহিংস ও নৃশংসভাবে' মারধরের ঘটনায় এক সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সিনিয়র পুলিশ সুপার (লেহ) পিডি নিত্যা জানিয়েছেন, ঘটনার পর পলাতক আট সন্দেহভাজনের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।
নিত্যা জানিয়েছেন, "কিছু কিশোর-কিশোরীর মারামারি এবং অশান্তি সৃষ্টির খবর পেয়ে লেহ থানার সাব-ইন্সপেক্টর মহম্মদ জানি এবং হেড কনস্টেবল গোলাম রসুল রেস্তোঁরায় গিয়েছিলেন। তবে রেস্টুরেন্টে পৌঁছানোর পর তাদের ওপর হামলা চালানো হয়, এতে দুজনেই আহত হন। তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রসুলকে পরে বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরের সৌরার তৃতীয় পর্যায়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"
জানা গিয়েছে, জরুরি চিকিৎসা বিল মেটাতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।