Cyclone Biparjoy: ল্যান্ডফলের আগেই 'বিপর্যয়' কেড়ে নিল প্রাণ!

সাইক্লোন বিপর্যয় এখনও ল্যান্ডফল করেনি। তার আগে থেকেই ভয়ে কাঁপছে ভারতবাসী। এর মধ্যেই এল খারাপ খবর।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় উপকূলের দিকে আরও কিছুটা এগিয়ে এল ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাট উপকূলে আছড়ে পড়বে এই শক্তিশালী ঝড়টি। বর্তমানে সমুদ্রে তাণ্ডব চলছে এর দাপটে। এর মধ্যেই এল খারাপ খবর। চার যুবক গতকাল মুম্বইয়ের জুহু কোলিওয়াড়ায় সমুদ্রের পাড়ে বসেছিল। ঢেউয়ের দাপটে আরব সাগরে তলিয়ে যায় তারা। এদের মধ্যে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এখনও দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি। মৃত দুই যুবকের নাম ধর্মেশ ভুজিয়া এবং শুভম যোগেশ ভোগানিয়া। 

পরে জানা যায় যে মোট আটজন যুবক বসেছিল একটি জেটিতে। পাঁচজন সাগরে ডুবে যায়।