১৯৭১-এর সেই দিন, বাংলাদেশকে স্মরণ করালেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

'অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi draupadi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৯৭১ সালের সেই দিন। পাকিস্তানের বিরুদ্ধে জয় লাভ করেছিল ভারত। তারপর থেকেই সেই বিজয় দিবস পালন হয়ে আসছে দুই দেশেই। না আরেকটি দেশ পাকিস্তান নয়; ভারতের পাশাপাশি এই বিজয় দিবস পালন করে আসছে বাংলাদেশও। কেননা সেই জয়ের অন্যতম অংশীদার ছিল পূর্ববঙ্গই। তবে বর্তমান পরিস্থিতি মোটেই সুখকর নয়। আজ সেই বাংলাদেশের সাথেই সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। যে ভারত দিয়েছিল মুক্তির স্বাদ, সেই ভারতই আজ বাংলাদেশের কাছে নাকি শত্রু দেশ। আর যে চালিয়েছিল হামলা সেই নাকি এখন পরম মিত্র। এই রকম আবহে আজ ভারত – বাংলাদেশ দুই জায়গাতেই পালন হচ্ছে বিজয় দিবস।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বিজয় দিবস স্মরণে জাতির উদ্দেশ্যে বার্তা দেন। ১৯৭১ সালের যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।

1700554160814-170055428286516_9vijay

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নিজের এক্স-হ্যান্ডেলে সাহসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “বিজয় দিবসে, আমি আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধের সময় অদম্য সাহস প্রদর্শন করেছিল এবং ভারতের জন্য বিজয় অর্জন করেছিল৷ তাঁদের কাছে আমি কৃতজ্ঞ৷ জাতি আমাদের সাহসী হৃদয়ের চূড়ান্ত আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়, যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ১৯৭১ সালের যুদ্ধে লড়াই করা সৈন্যদের অসীম সাহস এবং উত্সর্গের প্রতিফলন স্মরণ করেছেন এদিন।

Modi

তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উত্সর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। তাদের অসামান্য বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে জড়িয়ে থাকবে এই স্বর্ণাক্ষর দিন”।

এছাড়াও এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সশস্ত্র বাহিনীর অদম্য চেতনা তুলে ধরেছেন নিজের লেখায়।