নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের ডিসেম্বর থেকে বুধল গ্রামে 'রহস্যময় অসুস্থতার' কারণে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্তের জন্য CFSL (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, চণ্ডীগড়) টিম মোতায়েন করা হয়েছে।
#WATCH | Rajouri, J&K | CFSL (Central Forensic Science Laboratory, Chandigarh) team deployed for investigation as 17 deaths have been reported in Budhal village since December 2024 due to a 'mysterious illness.' pic.twitter.com/uOJx0x1A4w
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরের রাজৌরির বুধল গ্রামে বিগত ৪৫ দিনে একটি রহস্যজনক অসুস্থতা ১৬ জনের মৃত্যুর পরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মৃত্যুর তদন্তের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় দল গঠন করেছেন।