অভিশপ্ত করমণ্ডল! খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে গেল ১৭টি কোচ

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার পর আবার নতুন করে ভয়ানক ট্রেন দুর্ঘটনা দেখল দেশ। ২৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা ৫০০-র বেশি। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছাপ থেকে যাবে বহুদিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
cor1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেন ছাড়ার প্রায় ৪ ঘণ্টা পর ভয়ানক দুর্ঘটনার শিকার আপ করমণ্ডল এক্সপ্রেস। ২৩৮টি প্রাণ ইতিমধ্যেই চলে গেছে। একের পর এক দেহ এবং দেহাংশ মিলছে এখনও। সাধারণ মানুষ, রেল প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে। রীতিমতো দলা পাকিয়ে গিয়েছে গোটা একটা ট্রেন।

এবার জানা গেল যে মোট ১৭টি কোচ লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯টি দল। কীভাবে ঘটল এতো বড় দুর্ঘটনা? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। ঘটনার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তদন্তের পরেই জানা যাবে, এমনটাই জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আই জি (অপারেশন) নরেন্দ্র সিং বুন্দেলা।