নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা সরকার এবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে। শীতকালীন ছুটি দেওয়া হবে স্কুলগুলিতে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে ছুটি থাকবে।
Haryana government declares winter vacation in all government and private schools of the state from January 1 to January 15, 2024. pic.twitter.com/vyjmkfkwUS