বিধানসভা উপনির্বাচন, ১৩ টি আসন, কে কোথায় দাঁড়িয়ে?

বিজেপি, DMK, AAP এবং JDU একটি করে আসনে এগিয়ে রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: গণনা যত এগোচ্ছে, ততোই যেন চাপ বাড়ছে গেরুয়া শিবিরে। শুধু এরাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও বিজেপির ভোটের খাতা যেন মুখ থুবড়ে পড়েছে। ১৩টি বিধানসভা আসনের মধ্যে, কংগ্রেস ৫টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল ৪টি আসনে এগিয়ে রয়েছে, এবং বিজেপি, DMK, AAP এবং JDU একটি করে আসনে এগিয়ে রয়েছে।

হিমাচল প্রদেশের দেরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রিনাথ ও মঙ্গলৌর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস।

Congress Flag ১

অন্যদিকে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা আসনে এগিয়ে রয়েছে টিএমসি। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে AAP। বিহারের রূপৌলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রভান্দি আসনে এগিয়ে ডিএমকে।

 

TMC

GSV-1iRWcAAyUG1

Adddd