ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ১৩

দ্রুত গতিতে চলছে উদ্ধারকার্য। এতগুলি মৃত্যুর দায় কার?

author-image
SWETA MITRA
New Update
trainnns.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশে নতুন করে যেন বালাসোরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরে এসেছে। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরম জেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় (Train Accident)) এখন পর্যন্ত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি কোথাভালাসা মণ্ডলের (ব্লক) কান্তাকাপল্লী জংশনের কাছে পালাসা এক্সপ্রেসের সাথে সংঘর্ষের পরে লাইনচ্যুত হয়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম-রায়গাড়া ট্রেনটি বিশাখাপত্তনম থেকে ওড়িশার রায়গাড়া যাচ্ছিল এবং পালাসা এক্সপ্রেস শ্রীকাকুলাম জেলার পালাসা থেকে বিজয়নগরমের দিকে যাচ্ছিল। স্থানীয় পুলিশ উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনাস্থলে অন্ধকার থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। এদিকে বিজয়নগরমের এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দেখুন ভিডিও...