নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন ভারতীয়। শুক্রবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানা গেছে, যুদ্ধে ইউক্রেনীয় সেনার গুলিতে প্রাণ যায় তাদের।
বিদেশমন্ত্রকের দেওয়া তথ্যে জানা যায়, রাশিয়ার সেনাবাহিনীতে মোট ১২৬ জন ভারতীয় নাম লিখিয়েছিলেন। এদের মধ্যে ৯৬ জনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁরা দেশে ফিরে এসেছেন। তবে এখনও ১৬ জন নিখোঁজ রয়েছেন।
কিছুদিন আগেই কেরলের এক বাসিন্দার মৃত্যু এবং আরেকজনের গুরুতর আহত হওয়ার ঘটনা সামনে আসে। বর্তমানে আহত ব্যক্তির মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা চলছে। কেরলের এই যুবকরা রাশিয়ায় পৌঁছে রুশ সেনাবাহিনীতে যোগ দেন এবং রণক্ষেত্রে যান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মূলত ভিন দেশে চাকরির লোভ দেখিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের যুবকদের এই কাজে নিয়োগ করা হয়। মোটা বেতনের প্রলোভন দেখিয়ে তাঁদের রাশিয়ায় পাঠানো হয়। তবে এই প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই অবৈধ।
রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং সেনা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। সেখানে কড়া প্রশিক্ষণের পর তাঁদের সরাসরি রাশিয়া-ইউক্রেনের রণক্ষেত্রে প্রথম সারিতে নামিয়ে দেওয়া হয়।
এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। ভারতীয় নাগরিকদের এই ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।