বাতিল হল ১১ হাজার প্যান কার্ড, আপনার কার্ডটিও নয় তো ?

সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে এই বিপুল সংখ্যক প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। আপনার কার্ডটা ঠিক আছে কি না, সেটাও জেনে নেওয়া যাবে।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে এই বিপুল সংখ্যক প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আধার কার্ডের সঙ্গে সফলভাবে লিঙ্ক না হওয়াতেই এই সাড়ে ১১ কোটি কার্ড বাতিল করা হয়েছে। ২০২৩-এর ২০ জুন পর্যন্ত আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

hiren

মধ্যপ্রদেশের চন্দ্র শেখর গৌর এই আরটিআই করেছিলেন। সেখানে জানা গিয়েছে, মোট ৭০.২৪ কোটি ভারতীয় নাগরিকের কাছে ছিল প্যান কার্ড। তার মধ্যে ৫২.২৫ কোটি মানুষ সফলভাবে সেই কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে সক্ষম হয়েছেন সময়ের মধ্যে লিঙ্ক না করতে পারার ফলেই বাকি কার্ডগুলি বাতিল হয়ে গিয়েছে। আরটিআই-তে উল্লেখ করা হয়েছে, ১০০০ টাকা দিয়ে কার্ডগুলি পুনরায় চালু করা যেতে পারে।

আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, ২০১৭ সালের ১ জুলাইয়ের আগে যারা প্যান কার্ড পেয়েছেন তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে।

কীভাবে বুঝবেন আপনার প্যান ও আধার কার্ডের মধ্যে সংযোগ তৈরি হয়েছে কি না ?

১. আয়করের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।

২. প্যান ও আধার নম্বর দেওয়ার জায়গা খুলে যাবে। সেটি পূরণ করার পর ‘View Link Aadhaar Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর বোঝা যাবে প্যান কার্ডটি আধারের সঙ্গে যুক্ত হয়েছে কি না।

hiring.jpg