দিল্লিতে বাড়ল সতর্কতা! লাল কেল্লা, কুতুব মিনারের মতো জায়গায় নিরাপত্তা জোরদার
ভারত-পাক উত্তেজনার জেরে কড়া নজরবন্দি বিমানবন্দর, যাত্রীদের জন্য জারি জরুরি নির্দেশ
মুম্বাই উপকূলে সতর্কতা জারি! সমুদ্র সৈকতগুলো খালি করার নির্দেশ
ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা! স্থগিত করা হল সিএ পরীক্ষা
নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা! ভারতীয় চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তান?
পঞ্চকুলায় বিমান হামলার সাইরেন
চিনের রহস্যময় বার্তা! ভারত-পাক উত্তেজনায় শান্তির ডাক, আসছে কূটনৈতিক মোড়?
যুদ্ধে ক্ষতির মুখে পাকিস্তান, আন্তর্জাতিক অংশীদারদের কাছে ঋণের আবেদন করল ইসলামাবাদ
সাইরেন বাজছে— চন্ডীগড়ে হামলার আশঙ্কা, মোহালির সীমান্ত এলাকায় সতর্কতা জারি

বড় খবরঃ প্রবল স্রোতে ভেসে গেল গাড়ি, চোখের পলকে শেষ ১১ জন! বিয়ের অনুষ্ঠান মুহূর্তে বদলাল শোকে

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
লন্ম

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, তাহলিওয়াল-মাহিলপুর সড়কে জেজন খাদের প্রবল স্রোতে একটি ইনোভা গাড়ি ভেসে গেলে ১১ জন নিহত হন। সূত্রে খবর, দেহলান ও ভাতোলি গ্রামের তিনটি পরিবারের ১২ জন সদস্যকে নিয়ে গাড়িটি মেহরোয়াল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হলেও দীপক নামে এক যুবক প্রাণে বেঁচে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সুরজিতের ভাই রামস্বরূপ (৫৫), তাঁর স্ত্রী পরমজিৎ কৌর (৫০), তাঁদের ছেলে গগনদীপ (১৯) ও দীপক (২২), সুরজিতের ভাই রামস্বরূপ, তাঁর স্ত্রী পলবিন্দর কৌর, তাঁদের ছেলে নীতিন এবং সুরজিতের ননদ শিনু দেবী এবং তাঁর সন্তান হর্ষিত, ভাবনা ও মান্নাত। দেহলানের বাসিন্দা কুলবিন্দর কুমার গাড়িটি চালাচ্ছিলেন।

জানা গিয়েছে, হিমাচল-পঞ্জাব সীমান্তে জলমগ্ন গিরিখাতের মুখোমুখি হন ওই দুই পরিবার। প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত হয়ে তারা অন্য যানবাহন পার হতে দেখে পার হওয়ার সিদ্ধান্ত নেন। তবে তীব্র স্রোতের ধাক্কায় গাড়িটি ৩০০ মিটার নিচের দিকে টেনে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জেসিবি মেশিন ব্যবহার করে উদ্ধারের চেষ্টা করা সত্ত্বেও কেবল দীপককে জীবিত বের করা হয়েছিল। কিছুক্ষণ পর নয়জনের মৃতদেহ উদ্ধার করা হলেও বাকি দু'জনের খোঁজে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চলে।