নিজস্ব সংবাদদাতা: ভারত ছুঁল নতুন মাইলফলক। ঐতিহাসিক ১০০ তম উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন জানালেন মোদী। সাফল্যের সাথে আকাশে উড়ল ১০০তম রকেট।
/anm-bengali/media/media_files/2025/01/29/6tOxJLXlhPubVfUNtWTT.jpg)
এদিন এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “১০০ তম উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন! এই অবিশ্বাস্য মাইলফলক আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের দূরদৃষ্টি, নিষ্ঠা এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। বেসরকারি খাতের সাথে হাত মেলানোর ফলে, ভারতের মহাকাশ যাত্রা নতুন উচ্চতায় পৌঁছাতে থাকবে”।
/anm-bengali/media/media_files/2025/01/29/RmRb6pGpVtRs0RGFEl5N.jpg)