নিজস্ব সংবাদদাতা: সোনা প্রেমী মানুষদের জন্যেই এই খবর। আবেগের সোনা এবার আরও কাছে। এককথায় সোনায় মুড়ে যেতে চলেছে গোটা দেশ। কেননা বিপুল পরিমাণ সোনা দেশে ফেরাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
যা জানা যাচ্ছে, ১ বা ২ টন নয়, ব্রিটেনের ভল্টে রাখা অন্তত ১০০ টন সোনা ফিরছে দেশে। ১৯৯১ সালের পর এই প্রথম এতো পরিমাণ সোনা ঢুকছে ভারতে। রিপোর্ট বলছে, ভারতের কাছে এই মুহুর্তে সোনা আছে ৮২২.১ টন। তবে এর মধ্যে ৪১৩.৮ টন সোনা বিদেশের ভল্টে রয়েছে। গত বছরই ২৩ টনের মতো আরও সোনা কিনেছিল ভারত। বিদেশ থেকে সেই সোনা দেশে আনতে গেলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তার জন্যেই বিদেশের ভল্টে পড়ে থাকে সেই সোনা। আরবিআই সেই সম্পদই এবার ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে। তার শুরুয়াতটাই হচ্ছে ব্রিটেন থেকে। ফিরছে ১০০ টন সোনা।