নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবারের ঠিক এক সপ্তাহ আগে নাকি তারা সাত পাক সেরে ছিলেন। বিয়ের গোল্ডেন পিরিয়ড এখন সবে শুরু। আর তাই তো নতুন বিয়ে করা বৌকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। হিমাংশীর কাছেও ছিল এই সব কিছু নতুন। কিন্তু পহেলগাঁও পৌঁছতেই শেষ হয়ে গেল সবটা।
/anm-bengali/media/media_files/2025/04/23/Jglnj667pVOsyPTnEgpg.png)
পহেলগাঁও সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। গতকাল থেকেই তাঁদের সেই ছবি হাড় কাঁপিয়ে দিচ্ছে গোটা দেশের। স্বামীর দেহের কাছে পাথর হয়ে বসে নববধূ। হাতে তখনও রয়েছে লাল চূড়া, গলায় রয়েছে মঙ্গলসূত্র। যন্ত্রণাদায়ক সেই ছবির পর আজ দেখা গেল আরও এক বেদনাদায়ক ভিডিও। মাত্র সাত দিন আগে যার হাত ধরে সাত পাক ঘুরেছিলেন হিমাংশী, আজ তারই শেষকৃত্য সম্পন্ন দেখলেন তিনি। বিনয় নারওয়ালের জন্মস্থানে সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। আর সেই লাল রঙ যেন হারিয়ে গেল এক লহমায়!