নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ু বিএসপি সভাপতি আর্মস্ট্রংকে আজ পেরাম্বুরে তার বাসভবনের কাছে ৬ জন ব্যক্তি কুপিয়ে খুন করেছে। এরপরেই সরগরম রাজনীতি। ইতিমধ্যেই দলের প্রধান মায়াবতী সরকারকে অনুরোধ করেছেন ব্যবস্থা নিতে।
এবার এল আপডেট। উত্তর চেন্নাইয়ের অতিরিক্ত কমিশনার ত্রির আস্রা গর্গের নেতৃত্বে ১০টি বিশেষ দল গঠন করা হয়েছে যারা তামিলনাড়ু বিএসপি সভাপতি আর্মস্ট্রংয়ের হত্যার তদন্ত করবে।এই তথ্য দিল চেন্নাই পুলিশ।
/anm-bengali/media/post_attachments/ac8528a75e330e5c85b8359227a6b95900b3a33657a038bc345238dc093c302d.webp)