নকশাল মুক্ত রাজ্য গড়তে ফের এনকাউন্টার! নিহত ১০

ছত্তিশগড়ে একটি এনকাউন্টারে ১০ জন নকশাল নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
former cm


নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে  ডিআরজির সাথে এনকাউন্টারে ১০ জন নকশাল নিহত হয়েছে। এই প্রসঙ্গে ছত্তিশগড় বিধানসভার স্পিকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন, "যখন থেকে বিষ্ণু দেও সাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আমরা কাজ করছি। কেন্দ্রের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নকশাল দমনের ক্ষেত্রে। গত ১১ মাসে ২০০ জনের বেশি নকশাল  নিহত হয়েছেন। আগামী দিনে, ছত্তিশগড় একটি হয়ে উঠবে নকশাল মুক্ত রাষ্ট্র।"

crpf.jpg