নিজস্ব সংবাদদাতা: রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার একটি মন্দির থেকে পুজো দিয়ে ফেরার সময় তীর্থযাত্রী বহনকারী একটি বাসে জঙ্গিরা গুলি চালায়। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি শিবখোদা মন্দির থেকে কাটরায় দিকে যাচ্ছিল। সেই সময় জঙ্গিরা গুলি চালায়। জঙ্গি হামলার পরেই দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরেই পুলিশের দল হামলাস্থলে উপস্থিত হয়। পুলিশ জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। অনুমান করা হচ্ছে জঙ্গিরা কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসির উপরিভাগে লুকিয়ে আছে।
পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) রেসি মোহিত শর্মা জানিয়েছেন, গুলির আঘাতে চালক বাসের ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যান। তিনি বলেন, যাত্রীরা কেউ স্থানীয় বাসিন্দা নন। তাই নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।