১০ কেজির বেশি সোনা উদ্ধার দিল্লি বিমানবন্দরে, কড়া ব্যবস্থা নিল কাস্টমস

কাশ্মীরের দুই পুরুষ যাত্রী কে আটক করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GjEiqwVbIAE48rA

File Picture

নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) গত ০৫.০২.২০২৫ তারিখে মিলান থেকে ফ্লাইট এআই-১৩৮-এর মাধ্যমে আসা কাশ্মীরের দুই পুরুষ যাত্রী কে আটক করে। যাদের বয়স যথাক্রমে ৪৫ ও ৪৩ বছর। যাত্রীদের ব্যক্তিগত তল্লাশিতে তাঁদের কাছ থেকে ১০.০৯২ কেজি সোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় ৭.৮ কোটি টাকা। ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে আরও তদন্তের জন্য যাত্রীদের আটক করা হয়েছে ইতিমধ্যেই।

GjEiopibIAApeSu