Good News: ১০ দিন ছুটি দিল সরকার!

সেপ্টেম্বরে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। ন্যাশনাল হলি ডে অনুযায়ী এই ছুটি দেওয়া হয়েছে। কোনও ঝামেলায় যদি পড়তে না চান তাহলে এখনই পড়ে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
bank1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হাতে মাত্র কয়েকটি দিন, আর তারপরেই আগস্ট মাস শেষ হবে এবং সূচনা হবে সেপ্টেম্বর মাসের। প্রতি মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের দেখা যায় ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখে নিতে যে কোন কোন দিন ছুটি রয়েছে। আগামী মাসে ব্যাঙ্ক কতদিন ছুটি? দেখে নিন নিচে। 

৬ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ অষ্টমী উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৮ সেপ্টেম্বর : বিনায়ক চতুর্থী উপলক্ষে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।

১৯ ও ২০ সেপ্টেম্বর : গনেশ চতুর্থী উপলক্ষে টানা ২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।

২২ সেপ্টেম্বর : তারিখে শ্রী নারায়ন গুরুর সমাধি দিবস হিসাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।

২৫ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী হওয়ায় ব্যাঙ্ক ছুটি।

২৭ সেপ্টেম্বর: মিলাদ-ই-শরীফের কারণে ছুটি।

২৮ সেপ্টেম্বর: মিলাদ-ই-শরীফ হওয়ায় ব্যাঙ্ক ছুটি।

২৯ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

impact