হঠাৎ কী হল, সংসদ সদস্যপদ ছাড়ছেন ১০ বিজেপি সাংসদ

বিজেপির ১০ সাংসদ সংসদের সদস্য পদ ছাড়ছেন। বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য তাঁরা এই সিদ্ধান্ত নেন। ১০ জন সাংসদই বিধানসভায় প্রার্থী হয়েছিলেন। জয়ী হন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Narendra Singh Tomar

নিজস্ব সংবাদদাতা:  রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী ১০ জন বিজেপি সাংসদই তাঁদের সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে এই সাংসদরা লোকসভা স্পিকারের সাথে দেখা করেন।

এই সাংসদরা হলেন মধ্যপ্রদেশ থেকে নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ এবং রিতি পাঠক, ছত্তিশগড় থেকে অরুণ সাও এবং গোমতি সাই, রাজস্থান থেকে রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী এবং কিরোদি লাল মীনা।