দোলে থাকবে রোদ! গরমে কাহিল হবে এই ৪ জেলা, পূর্বাভাস জেনে নিন

কোন কোন জেলা আছে তালিকায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
india-holi-festival

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্রমশ আঁচ পড়তে শুরু করেছে গরমের। শীত এবার বিদায় নিতে চলেছে। মার্চের শুরু থেকেই আবহাওয়া তপ্ত আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে সকাল ও সন্ধ্যার মনোরম আবহাওয়া থাকবে না আর।

দোলে দাবদাহ, গনগনে রোদ-গরমে কাহিল হবে ৪ জেলা, পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোলের সময়ে পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। সাধারণত এখন সকালে শিরশিরে হাওয়া বইতে থাকে তবে এবার সেই স্বস্তি আর অনুভব করা যাবে না। ফলে উষ্ণ আবহাওয়ার থাকবে। বসন্তোৎসব এভাবেই এবার পালন করবেন বাঙালিরা।