COPD কী ?

সিওপিডি আক্রান্তদের সমস্যার মূলই হল শ্বাসনালী সরু হয়ে যাওয়া। শ্বাসনালীর আস্তরনে প্রদাহ হওয়া এবং ফুলে যাওয়া। তার ফলে ওই বায়ু যাওয়া-আসা করার রাস্তাটা আরও সরু হয়ে যায়, শ্বাস নিতে ও ছাড়তে সমস্যা হয়।

কাদের বেশি হয় সিওপিডি ?

যাঁরা নিয়মিত ধূমপান করেন বা প্যাসিভ স্মোকার বা যাঁরা কোনওভাবে তামাকের ধোঁয়ার সংস্পর্শে আসেন নিয়মিত। ধুলো, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে যাঁদের আসতে হয় পেশাগত কারণে। অভ্যন্তরীণ বায়ু দূষণ অর্থাৎ বায়োমাস জ্বালানী (কাঠ, গোবর, ফসলের অবশিষ্টাংশ) বা কয়লার ধোঁয়ার সংস্পর্শে ক্রমাগত আসার কারণে। চিকিৎসকরা মনে করেন অ্যাজ়মার রোগীদের পরে সিওপি়ডি হওয়ার ঝুঁকি বেশি।

COPD কীভাবে সারবে ?

স্মোকিং বন্ধ করা ছাড়া সিওপিডি প্রশমিত করার উপায় নেই। বিভিন্ন ধরনের ইনহেলার ব্যবহার করা হয়। ইনহেলার মারফত ব্রঙ্কোডায়ালেটর (Bronchodilators) মেডিসিন দেওয়া হয়ে থাকে। ইনহেলারের মাধ্যমে এই ওষুধ দিলে সরাসরি ফুসফুসে গিয়ে পৌঁছায় ওষুধটি। ট্যাবলেট খেলে সেই প্রভাব হতে সময় অনেক বেশি লাগে। সিওপিডিতে আক্রান্তদের দ্রুত মাসল লস হয়। তাঁদের খাওয়া-দাওয়া কমে যায়। তাই এই রোগীদের নিউট্রিশনের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি। সেইসঙ্গে পালমোনারি রিহ্যাবিলিটেশন জরুরি।