কিটো ডায়েট
কিটো ডায়েট প্ল্যানে বেশি কার্বোহাইড্রেট এড়িয়ে খেতে হবে পরিমাণ মতো প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার। মূলত ফ্যাট বার্ন করেই শরীরে শক্তির ঘাটতি মিটবে। শর্করা জাতীয় খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিলে শরীর যে বিশেষ মেটাবলিক পর্যায়ে চলে যায়, তাকেই চিকিৎসার ভাষায় কিটোসিস বলে। শরীর যখন কিটোসিস পর্যায়ে থাকে,