পেয়াজের খোসা পুড়িয়ে পাউডার বানিয়ে তা অ্যালোভেরার সাথে মিশিয়ে চুলে লাগালে চুল ভালো থাকে।

স্যুপে পেয়াজের খোসার গুড়ো দিলে তা খাবারে এক ভিন্ন মাত্রা এনে দেয়।

পেয়াজের খোসা সিদ্ধ করে সেই জল চায়ের মত পান করলে পেশীর ব্যথা দূর হয়। এতে স্নায়ুর রোগও দূর হয়।

চুল পড়ার সমস্যা থাকলে পেয়াজের খোসা দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার টোনার।