গরমে ঘামাচি পাগল করে দিচ্ছে? এই টোটকা মানলেই উপকার মিলবে দ্রুত

ঘামাচির সমস্যা থাকলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু সাধারণত এই ঘামাচির সমস্যায় আরাম দিতে পারে এক ঘরোয়া উপায়। জেনে রাখুন কোন ঘরোয়া দাওয়াই করবে কাজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
heatrash

নিজস্ব সংবাদদাতা: কাঠফাটা রোদ আর প্রখর তাপে জাঁকিয়ে বসে ত্বকের সমস্যা। সারা দিন ঘেমেনেয়ে শরীরজুড়ে দেখা যায় হাজার হাজার ঘামাচি।ত্বকের ক্ষতি তো হয়ই, সঙ্গে অস্বস্তিও বাড়তে থাকে। তাহলে উপায়? 

১. একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। দিনে ৩-৪ বার এই ভাবে করলে অনেক আরাম পাবেন। 

২. চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগিয়ে রেখে দিয়ে ধুয়ে ফেলুন। স্বস্তি পাবেন।