নিজস্ব সংবাদদাতা: কাঠফাটা রোদ আর প্রখর তাপে জাঁকিয়ে বসে ত্বকের সমস্যা। সারা দিন ঘেমেনেয়ে শরীরজুড়ে দেখা যায় হাজার হাজার ঘামাচি।ত্বকের ক্ষতি তো হয়ই, সঙ্গে অস্বস্তিও বাড়তে থাকে। তাহলে উপায়?
১. একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। দিনে ৩-৪ বার এই ভাবে করলে অনেক আরাম পাবেন।
২. চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগিয়ে রেখে দিয়ে ধুয়ে ফেলুন। স্বস্তি পাবেন।