নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির জল নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা যা বলছে, তা শুনলে চমকে যাওয়ার কথা। শৈশবে হয়তো অনেকেই দেখে থাকবেন যে, বালতিতে করে বৃষ্টি জল ধরে রাখছেন মা-কাকিমারা। পরে এই জল বিভিন্ন কাজে লাগত। তবে এই বৃষ্টির জল যে খাওয়াও যায়, সেটা অনেকেই জানেন না বা মানেন না। বিশেষ করে বৃষ্টির জল সুস্থ থাকার টনিক হিসেবেও কাজ করতে পারে সেটা কি জানেন?
নিত্যদিন সকালে সংরক্ষণ করে রাখা বৃষ্টির জল ২-৩ চামচ খেলে পাকস্থলীর সমস্যা আর থাকবে না। বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন অ্যাসিডিটি কমায় ও হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।