নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গুর বাড় বাড়ন্ত নিয়ে যখন ক্রমে বাড়ছে উদ্বেগ, এমন সময় স্বাস্থ্য দফতরের ট্যুইটবার্তায় উল্লেখ গোদের! তবে কি রাজ্যে বাড়ছে এই রোগ? হঠাৎ কেন গোদের উল্লেখ? চিন্তিত রাজ্যবাসী। তবে, গোদে আক্রান্ত হলে কী কী করণীয় তা গ্রাফিক্সের সাহায্যে তুলে ধরা হয়েছে পোস্টে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে ট্যুইটে জানানো হয়েছে,সরকার পশ্চিমবঙ্গ রাজ্য থেকে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস (এলএফ) নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসে আক্রান্ত হন (যা সাধারণত "গোদ" নামে পরিচিত) তবে কয়েকটি সহজ ঘরোয়া ব্যবস্থা রয়েছে যা আপনি অবলম্বন করতে পারেন।
পায়ের আঙুলের মাঝে বা চামড়ার ভাঁজে ভাঁজে থাকা ক্ষতমুখগুলিতে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। পায়ের ক্ষত এড়াতে পা খালি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্যই চটি কিংবা জুতো পরুন। হাল্কা কিছু ব্যায়াম করা যেতে পারে। বসে থাকা অবস্থায় হাঁটু থেকে পা ওপরে তোলার চেষ্টা করলে পায়ে রস জমা বন্ধ হবে বলেও সতর্ক করা হয়েছে। আক্রান্ত ফুলে থাকা জায়গাটি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।