ব্লাডসুগারের স্তর শরীরে বেশি পরিমাণে হলে কী কী দেখা যেতে পারে? বারবার প্রস্রাবের প্রবণতা, ক্লান্তি, দুর্বলতা, লাগাতার খিদে ও পিপাসা ৷

ঘা হলে সহজে শুকোয়না, এই সমস্ত লক্ষণই বলে দেবে শরীরে বাসা বাঁধছে ব্লাডসুগার ৷ ব্লাডসুগারের স্তর বেশি হলে ওজন কমতে থাকে চোখে পড়ার মতই

যদি HBA1C-এর মাত্রা শরীরে বেশি পরিমাণে থাকে সক্ষেত্রে ওজন কমতে পারে ৷ HBA1C অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ তিন মাসের গড় ৷