বিশ্বাস মজবুত
সকালের দুজন দুজনকে জড়িয়ে শুয়ে থাকার ফলে একে অপরের প্রতি বিশ্বাস মজবুত হয়। সংসারে শান্তি বজায় রাখার জন্য খুব জরুরি।
সকালের দুজন দুজনকে জড়িয়ে শুয়ে থাকার ফলে একে অপরের প্রতি বিশ্বাস মজবুত হয়। সংসারে শান্তি বজায় রাখার জন্য খুব জরুরি।
সংসারে মনোমালিন্য হবেই। তবে অনেকেই আছে যারা সহজে ভুলতে পারে না। সকালের ওই একটি কাজ খুব সহজেই এসব ঝগড়া ভুলিয়ে দিতে পারে।
নানা কারণেই শরীরে অলসতা বা ক্লান্তিভাব চলে আসে। কিন্তু জানলে অবাক হবেন, সকালে এই কাজটি জাদুর মতো সব ক্লান্তি ও অলসতা দূর করে দেয়। শরীর ও মন চাঙা হয়ে যায়।
{{ primary_category.name }}