গরম পোশাক পরা প্রয়োজন
যেহেতু শীতের মরশুম তাই বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করতে যাবেন, তাই ঠান্ডা লাগা এড়াওর জন্য ভালভাবে গরম পোশাক পরে নেওয়া উচিত। তবে আপনি স্বচ্ছন্দ্য বোধ করছেন না এরকম শীতপোশাক না পরাই মঙ্গলের। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা একটু বেশি সতর্ক থাকুন। মূলত আমাদের কান এবং মাথা দিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। তাই শরীরের এই দুই জায়গায় যাতে হাওয়া না লাগে সেদিকে নজর দেওয়া দরকার।