রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল মেখে শুতে পারেন। এতে থাকা উপাদান ত্বকের আদ্রতা ধরে রাখে ও ত্বকের কোনও ক্ষতি হতে দেয় না। তাই ভালো রকরে অলিভ অয়েল মেখে রাখতে পারেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল মেখে শুতে পারেন। এতে থাকা উপাদান ত্বকের আদ্রতা ধরে রাখে ও ত্বকের কোনও ক্ষতি হতে দেয় না। তাই ভালো রকরে অলিভ অয়েল মেখে রাখতে পারেন।
বাজার থেকে গ্লিসারিন কিনে আনতে পারেন গ্লিসারিন অত্যন্ত ভালো মশ্চারাইজার। এই উপাদান ত্বকের কোনও ক্ষতি করে না। তাই শরীরের যে সমস্ত জায়গা বেশি মাত্রায় শুষ্ক হয়ে পরে সেই সব জায়গায় গ্লিসারিন মেখে রাখুন।
উষ্ণ জলে স্নান করুন। এবং স্নানের আগে ভালো করে মুখে মধু মেখে রাখুন। মধু ভীষণ ভালো মশ্চারাইজার হিসাবে কাজ করে। অন্তত ১৫ থেকে ২০ মিনিট মুখে মেখে রাখার পরে উষ্ণ জলে স্নান করতে হবে। এতে ত্বক ফাটবে না।
{{ primary_category.name }}