চুল পড়ার সমস্যায় কীভাবে কাজ দেয়
আদায় থাকা বিভিন্ন ধরনের খণিজ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে। চুলের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। এমনকি চুল আর্দ্রতা হারালেও, তা ফের সুন্দর করে তুলতে সাহায্য করে আদার রস। চুলের মান উন্নত করে লম্বা ও ঘন চুল পেতে আদা উপকারি। এটি স্প্লিট এন্ড ঠিক করতেও কার্যকরি। নারকেল তেলের সঙ্গে আদার রস মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। পরে তা চুলে লাগিয়ে শ্যাম্পু করতে পারেন। এতে চুল মজবুত করার সিক্রেটটি রয়েছে। ফলে চুল ঝরে গেলেও, সমস্যার সমাধানের রাস্তা আদা।