নির্দিষ্ট সময়ে সব খাবার খাওয়ার অভ্যাস
দিনের নির্দিষ্ট সময়ে সব খাবার খাওয়ার অভ্যাস করবেন। প্রয়োজনে ঘড়ি মিলিয়ে জলখাবার, দুপুরের খাবার আর রাতের খাবার খেতে শুরু করুন। আর বিকেলের স্ন্যাকস অনেকেই এড়িয়ে চললেও দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলে অম্বলের সমস্যা বেড়ে যায়।