ঘনাচ্ছে আতঙ্ক ! কয়েক হাজার বছর পরে ফের ফিরে এল মারণ ভাইরাস !

বিজ্ঞানীরা সাইবেরিয়ান পারমাফ্রস্ট অধ্যয়ন করেছেন এবং আবিষ্কার করেছেন যে বহু সহস্রাব্দ বছর আটকে এবং হিমায়িত থাকার পরেও সেখানকার ভাইরাসগুলি পৃষ্ঠের নীচে এখনও সংক্রামক এবং সক্রিয় রয়েছে ।

author-image
Adrita
New Update
x

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আদিম মারণ ভাইরাস ‘জম্বি’ ফিরে পেতে প্রাণ। আর তাঁর নেপথ্যে রয়েছে মানুষের বড় ভুল। সম্প্রতি এই বিষয়েই সতর্ক করলেন বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ জঁ মিচেল ক্ল্যাভেরি। দীর্ঘদিন ধরে সার্বিয়ার বরফ জমাট এলাকায় নিজের গবেষণা চালাচ্ছেন ক্ল্যাভেরি। সেখান থেকেই ভাইরাসের নমুনা পেয়েছেন তিনি। তা নিয়ে দীর্ঘ গবেষণার পর জানাচ্ছেন এমন বিপদের কথা। ওই অঞ্চলে বরফের মধ্যে জমে ছিল প্রাচীন যুগের সব মারণ ভাইরাস। সেই ভাইরাসই এবার জেগে উঠতে পারে ফের। তাঁর জন্য অবশ্য মানুষই দায়ী বলে দাবি তার। 

hiring.jpg

মানুষের দোষ পরিবেশ দূষণ করা। যার ফলে বাড়ছে বিশ্বের উষ্ণতা। শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাপমাত্রা। ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ। বিজ্ঞানীদের ধারণা, ২০৩০ সালের মুখে আর্কটিক সাগরের বরফ গলে যেতে পারে পুরোপুরি। এর ফলে জমাট বেঁধে থাকা মিথেন গ্যাসও মুক্ত হয়ে মিশবে বাতাসে। যা আরও উষ্ণতা বাড়াবে। অন্যদিকে নতুন করে আদিম মারণ ভাইরাসের ত্রাস ছড়াতে পারে সারা বিশ্বে। 

hiring 2.jpeg