সকাল সকাল ডাবের জল = ম্যাজিক!

শরীরের যত্ন নেয় ডাবের জল। চিকিৎসক থেকে পুষ্টিবিদ সবাই গরমে নিয়ম করে এই পানীয় পান করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু দিনের কোন সময়ে পান করলে বেশি উপকার পাবেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
coconutwater

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ডাবের জল শুধু গরমকাল বলে নয়, সারা বছর এই পানীয় শরীরের যত্ন নেয়। বহু চিকিৎসক-পুষ্টিবিদ গরমে রোজ একটি করে ডাব খেতে পরামর্শ দিচ্ছেন। এমনকি, নিয়মিত শরীরচর্চা যাঁরা করেন, জিম থেকে ফিরে তাঁরাও ডাবের জল পান করে দেখুন ফলাফল। যে কোনও সময়ে ডাবের জল পান করা যায় না।

সকালে খালি পেটে ডাবের জল পান করা নাকি সবচেয়ে ভাল অভ্যাস। ভাল থাকে পেট। হজম হয় দ্রুত। আবার কেউ সন্ধেবেলায় ডাবের জল খাওয়ার পক্ষে। খালি পেটে পান করবেন সকালে। সন্ধ্যায় কাজ থেকে ফিরে এক কাপ ডাবের জল পান করুন। ক্লান্তি কাটবে।