গরমে রোদে বেরিয়ে ত্বক পুড়ে যাচ্ছে? ডাবের শাঁস কাজে লাগান

সারা বছর কেউ কেউ তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। ডাবের জল ছাড়া ডাবের শাঁসও যে সমস্যায় কাজে লাগতে পারে সেটা অনেকেই জানে না। রইল সেই টিপস। পড়ুন এখনই।

author-image
Anusmita Bhattacharya
New Update
coconut

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ডাবের জল যে শরীরের জন্য উপকারী, সেটা তো সকলেই জানেন। কিন্তু জানেন কি রূপচর্চাতেও সাহায্য করে এটি? জল নয়, ডাবের শাঁসও রূপচর্চায় কাজে আসতে পারে। ডাবের শাঁস বেটে নিয়ে ডাবের জলের সঙ্গে মিশিয়ে বরফের ট্রে-তে ভরে রেখে দিন। রোদ থেকে ফিরে সেই বরফ মুখে ঘষে নিতে হবে। এই টোটকা মানলে ট্যান পড়বে না মুখে।