টাইপ ১ ডায়াবিটিস ( Type 1 Diabetes ) ডায়াবেটিস কিন্তু মিষ্টি খাওয়ার বাড়বাড়ন্তের কারণে হয়না। অটোইমিউন অসুখের কারণে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে, আবার এই ধরনের ডায়াবেটিস হতে পারে জিনগত কারণেও।

টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায়। তাই টাইপ ওয়ান ডায়াবেটিসের ধরন ও চিকিৎসা টাইপ ২- র থেকে অনেকটাই আলাদা।

২ থেকে ১০ বছরের মধ্যে শিশু আক্রান্ত হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, অভিভাবকরা প্রথম চোটে বুঝতেই পারলেন না বাচ্চার ডায়াবেটিসের লক্ষণ। তাই ধরা পড়তে পড়তে বেশ দেরি হয়ে যায়। আর তাতে ক্ষতিকর প্রভাব বাড়ে। আসলে ডাক্তাররা মনে করছেন, বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের ডায়াবেটিসের ব্যাপারে সার্বিক সচেতনতার অভাব রয়েছে এবং অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায়।