ক্যান্সার নিয়ে বড় তথ্য সামনে এল !

ক্যানসারের প্রবণতা গোটা বিশ্বেই বাড়ছে।

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে ক্রমশ বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 

Cancer cases expected to grow by more than 20% in Europe by 2045 - WHO  agency | Euronews

এক সমীক্ষায় জানা গিয়েছে যে, ভারতে যত সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে অন্তত ২৬ শতাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সার বাসা বাঁধছে আক্রান্তের ঘাড়ে বা মাথায়। চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন যে, ক্যান্সারের অন্যতম কারণ হল সিগারেট বা তামাকজাতীয় দ্রব্য। 

Why India Could Miss 2030 Target To Eliminate Cervical Cancer

ক্যান্সারমুক্ত দেশ গড়ে তুলতে একটি ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল, ৯৩৫৫ ২০২। সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই নম্বরে ফোন করলে সাহায্য পাওয়া যাবে। 

How blood cancer in some can progress as a disease - The Week

Adddd