কর্মদক্ষতা কমে যেতে পারে

চিনিজাতীয় শর্করা থেকেই শরীরের প্রয়োজনীয় শক্তির সঞ্চার হয়। হঠাৎ চিনি খাওয়া বন্ধ করে দিলে আপনার কর্মদক্ষতা কমে যেতে পারে। শরীরে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দেখা দেবে বেশি।

হাইপোথাইরয়েডিজ়মের সমস্যা

নুন আয়োডিনের ভাল উৎস। নুনে থাকা সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইটকে ব্যালান্স করে। শরীরে আয়োডিনের ঘাটতি দেখা গেলে থাইরয়েড গ্রন্থি ঠিক মতো কাজ করতে পারে না। শরীরে হাইপোথাইরয়েডিজ়মের সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত নুন-চিনি

যে সব খাবারে অতিরিক্ত নুন-চিনি রয়েছে, তাও খাওয়া ঠিক নয়। মূলত প্যাকেটজাত পানীয় ও খাবারে নুন, চিনি বেশি মাত্রায় থাকে। ফলে এমন খাবারভি খাবেন না।