প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়েটিকের ব্যবহার বিপদ আনবে অবশ্যম্ভাবী। তাই অন্যের দেখাদেখি ওষুধ খাওয়া, নিজে-নিজে ডাক্তারি করা বন্ধ করতে হবে। ভুল ডোজে ওষুধ প্রয়োগ শরীরে অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স তৈরি করতে পারে।
প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়েটিকের ব্যবহার বিপদ আনবে অবশ্যম্ভাবী। তাই অন্যের দেখাদেখি ওষুধ খাওয়া, নিজে-নিজে ডাক্তারি করা বন্ধ করতে হবে। ভুল ডোজে ওষুধ প্রয়োগ শরীরে অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স তৈরি করতে পারে।
প্রয়োজন পড়লে অ্যান্টিবায়োটিক্স দিতেই পারেন চিকিৎসকরা, তবে নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার অভ্যেস ছাড়তে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টবায়োটিক্স বিক্রিও বন্ধ করুক ওষুধের দোকান.
সম্প্রতি বিভিন্ন রোগীর উপসর্গ দেখে এই আশঙ্কা প্রকাশ করেছে চিকিৎসকদের একাংশ। এই পরিস্থিতিতে, প্রেসক্রিপশন ছাড়া অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং কৃষি, মাছ চাযের ক্ষেত্রে ও পোল্ট্রি ফার্মে এর যথেচ্ছ ব্য়বহার বন্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য় স্বাস্থ্য দফতর। প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে রাজ্য।
{{ primary_category.name }}