শিগগিরি জেগে উঠতে পারে ‘জম্বি’ ভাইরাস (Zombie Virus)। কয়েদিন আগে করোনার (Covid) নতুন ভাইরাস করে হাইজাম্পে, তৈরি হয়েছিল উদ্বেগ। তারমধ্যে ‘ডিজিজ এক্স’ নিয়ে সাবধানবাণী শুনিয়েছে হু (WHO)।
শিগগিরি জেগে উঠতে পারে ‘জম্বি’ ভাইরাস (Zombie Virus)। কয়েদিন আগে করোনার (Covid) নতুন ভাইরাস করে হাইজাম্পে, তৈরি হয়েছিল উদ্বেগ। তারমধ্যে ‘ডিজিজ এক্স’ নিয়ে সাবধানবাণী শুনিয়েছে হু (WHO)।
উত্তর মেরুর বরফ যে দ্রুত গলছে, এটা নতুন কথা নয়। আগেই এব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এবার জানা যাচ্ছে, সেই গলন্ত বরফের তলায় লুকিয়ে থাকতে পারে ‘জম্বি’ ভাইরাস। আর অচিরেই তা আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।
গবেষকরা মনে করেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে এবং এর ফলে এই ভাইরাসগুলি বেরিয়ে আসছে। এই ভাইরাসগুলির মধ্যে কিছু ভাইরাস ইতিমধ্যেই প্রাণঘাতী সংক্রমণ ঘটিয়েছে। ২০০৩ সালে, সার্স ভাইরাসের একটি নতুন স্ট্রেন চিনের ইউনান প্রদেশে বেরিয়ে আসে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রায় ৮,০০০ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে, কোভিড-১৯ ভাইরাস বেরিয়া আসে চিনের উহান থেকে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রায় ৬০ লক্ষ মানুষ মারা গেছে।
{{ primary_category.name }}