নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। রাজ্যে বর্তমানে বিজেপি সরকার রয়েছে। তবে বিজেপির ১০ বছরের সরকারের হার নিয়ে এবার ব্যাপক আশাবাদী কংগ্রেস। গর্হি সাম্পলা-কিলোই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপিন্দর সিং হুডা হরিয়ানা নির্বাচনে বিজেপির বিশাল হার হবে বলে জানিয়ে দিয়েছেন।
ভূপিন্দর সিং হুডা বলেছেন, "কংগ্রেস পার্টি জনগণের কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছে এবং তারা হরিয়ানায় কংগ্রেস সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। একদিকে কংগ্রেস সরকারের ১০ বছরের অর্জন, অন্যদিকে বিজেপি সরকারের ব্যর্থতা। আজ, হরিয়ানা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এক নম্বরে। রাজ্যে আইনশৃঙ্খলা নেই।” হরিয়ানা নির্বাচনে বিজেপি জয় পাবে না কংগ্রেস, তা তো এখন সময় বলবে। তবে দুই পক্ষই নির্বাচনে ব্যাপক জয় নিয়ে আশাবাদী।