নিজস্ব সংবাদদাতা: এক্সিট পোল দাবি করেছিল হরিয়ানায় বিজেপি হারতে পারে এবং সরকার গড়তে পারে কংগ্রেস। তবে বাস্তবে সেই চিত্রটা ৮ তারিখ ভোট গণনার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে।
বর্তমানে ১৩ টি আসনে জয়ের সঙ্গে সঙ্গে ৫১ টি আসনে নিজেদের দখল বজায় রেখেছে বিজেপি। এবার বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি একটি ট্যুইট করেছেন। যেখানে তিনি ইতিপূর্বে হরিয়ানার ফলাফলে বিজেপির হার হবে বলে দাবি করা শতরূপ ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যর মন্তব্য সামনে এনেছেন।
তাদের নিশানা করে তিনি বলেছেন, "মাকু-মুলের সাথে দেখা করুন। তারা তাদের নিজেদের নির্বাচনী ফলাফল ছাড়া সূর্যের নিচে অন্য কিছু ভবিষ্যদ্বাণী করতে পারে। শতরূপ ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের জন্য ১৫ সেকেন্ডের নীরবতা"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . .