নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ডুলুং নদীর পাড়ে সার্বজনীন দুর্গোৎসব। পাশেই রসিকানন্দ মন্দিরও রয়েছে। শরতের সোনা রোদ গায়ে মেখে সেই পুজো দেখার আনন্দই আলাদা। সোমবার সে রকম একটি পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রোহিনীতে, রোহিনী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গোৎসবের। রোহিনী নতুন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। এবার ৪৯ বছরে পদার্পণ করল। পুজো কমিটির সম্পাদক সুমিত চন্দ, পুজো কমিটির সদস্য স্বপন দাসরা জানান, বিজয়া দশমীতে আকর্ষণী আতস বাজির খেলা থাকবে। সব বছর গ্রামবাসীরা সবাই মিলে পুজোর কয়েকটা দিন আনন্দ করেন। প্রশাসনিক সাহায্য আর ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীদের সাহায্য নিয়ে সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে। এবার সাড়ে ৩ লক্ষ টাকা পুজোর বাজেট।