নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনের নেতা ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক আবেগঘন ভাষণে তিনি বলেন, "কিয়েভের প্রতি পশ্চিমাদের সমর্থনের দ্বিধা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বৃদ্ধির আশঙ্কা সময় ও জীবন কেড়ে নিচ্ছে এবং লড়াইকে বছরের পর বছর দীর্ঘায়িত করতে পারে।"
ওয়াশিংটন ও ব্রাসেলসে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে কিয়েভের প্রতি পশ্চিমাদের একসময়ের কট্টর সমর্থন এখন নড়বড়ে হয়ে যাওয়ায় জেলেনস্কি বলেন, 'ইউরোপীয়দের বুঝতে হবে যে পুতিনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধের বাইরেও ছিল। আসলে পুতিন যুদ্ধের প্রতীক, তিনি বদলাবেন না, আমাদের বদলাতে হবে। আমাদের সবাইকে অবশ্যই এমন মাত্রায় পরিবর্তন করতে হবে যে এই ব্যক্তির মাথায় বা অন্য কোনও আক্রমণকারীর মাথায় যে উন্মাদনা রয়েছে তা বিরাজ করবে না।'