নিজস্ব সংবাদদাতাঃ ইয়েমেনের হুতিরা রবিবার বলেছে, তারা লোহিত সাগর ও আরব সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারসহ দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, 'জঙ্গি গোষ্ঠীটি মার্কিন ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্যাপ্টেন প্যারিস নামের একটি জাহাজে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং হ্যাপি কনডোর নামের একটি জাহাজে ড্রোন নিক্ষেপ করেছে। তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে কিনা তা স্পষ্ট নয়।'
রবিবার সকালে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল মুখা থেকে ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজের কাছে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাহাজটি ও এর ক্রুরা নিরাপদে আছেন এবং তাদের যাত্রা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে তারা।