বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি! স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বড় খবর!

চারিদিকে ছড়াচ্ছে বার্ড ফ্লু। দুধ ভালো ভাবে ফুটিয়ে খান। মাংস রান্না করুন যথাযথভাবে। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
য়টূঈওপো[

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমের মধ্যেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি ছড়িয়েছে একাধিক রাজ্যে। আগে বার্ড ফ্লু-তে শুধু পাখিরাই আক্রান্ত হতো। বর্তমানে গরুর দুধেও বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব মিলেছে। ১৯৯৬ সালে প্রথম বার্ড ফ্লু-এর অস্তিত্ব পাওয়া গেছিল। এই ভয়ে অনেকে মুরগির মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে আমেরিকায় গরু ছাগলের দেহে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Bird Flu Detected in Grocery Store Milk: Is It Safe to Drink?

এই আবহেই কড়া নজরদারি চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, তারা 'মনিটরিং' চালাচ্ছে। এই মরশুমে যত রকমের ফ্লু হয় সবদিকেই নজর রেখেছে তারা। এখনও অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের রাজ্যে সোয়াইন ফ্লু বা H1N1-এর টীকা নিশ্চিত করতে বলা হয়েছে। 

Massive Bird Flu Outbreak Hits Jharkhand, Ranchi On Alert, Chicken Sale  Banned | Top Developments

 এই মরশুমে যাদের সর্দি কাশির মতো অন্যান্য সমস্যা রয়েছে তাদের বিশেষ করে সাবধান থাকতে বলা হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, একজন মানুষের থেকে আর একজন মানুষে এই ভাইরাস ছড়াবার প্রমাণ এখনও মেলেনি। তবে সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণ অনুসারেই বলা হয়েছে। 

Add 1