নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল ভারতের রাজধানী দিল্লি। বিহারের বেগুসরাই পেল বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটান শহরের খেতাব।
/anm-bengali/media/post_attachments/28b848449a2995a1ae0e7f29204f68d5e4460d6f35e86be621520077c782a657.jpg)
সুইস সংস্থা আইকিউএয়ার (IQAir) বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত একটি রিপোর্টে এমনই তথ্য সামনে এনেছে। এই রিপোর্ট পেশের আগে ২০২৪ সালে ১৩৪টি দেশে বায়ুর গুণমান সংক্রান্ত এই সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারতের স্থান তৃতীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী দূষণ।
/anm-bengali/media/post_attachments/2ed7b5e66e03c0b823ec2b4eb28968412680b6bd8beefebebdd6e7f9783e8d3e.jpg?size=1200:675)
/anm-bengali/media/post_attachments/640d35f07efb7cc8f141fad76334480d178e579c3bc5b1f5b3c89c12457cd853.webp)
/anm-bengali/media/post_attachments/1b82b66fa42b95f3151e558bc420f2b0b7dc1735fb9f80a5d8d3651f8047d8f6.webp)
/anm-bengali/media/post_attachments/090b77a6ff9a5744b64a51f7f89e9b7e77e1321acc3154e88c0eb746dc4b60c6.webp)
/anm-bengali/media/post_attachments/fae4ab1dc56c7cf55ebb8feee3de1758ba3477b0421e4c7bfc91d10769b90ea4.webp)