এ কি কান্ড! সংবিধান থেকে শব্দ গায়েব

এবার এক আজব বিষয়কে প্রকাশ্যে আনলেন অধীর রঞ্জন চৌধুরী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
5ba1b0-1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সেই বিশেষ অধিবেশন থেকেই পাশ হয়েছে বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল। আর এবার এই মুহুর্তে এক আজব বিষয়কে প্রকাশ্যে আনলেন অধীর রঞ্জন চৌধুরী।

লোকসভার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন জানিয়েছেন, “সংবিধানের যে নতুন কপি আমাদের দেওয়া হয়েছিল, যেটি আমরা আমাদের হাতে ধরে নতুন সংসদ ভবনে প্রবেশ করেছিলাম, তাতেই বাদ পড়েছে একটি শব্দ। ‘socialist secular’ বা ‘সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ’ শব্দটি সংবিধানে নেই। আমরা জানি যে এই শব্দটি ১৯৭৬ সালে একটি সংশোধনীর পরে যুক্ত করা হয়েছিল কিন্তু কেউ যদি আজ আমাদের সংবিধান দেয় এবং সেই শব্দগুলি না থাকে তবে এটি উদ্বেগের বিষয়। তাদের উদ্দেশ্য অবশ্যই সন্দেহজনক। এটা আমার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আমি এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি কিন্তু আমি এই বিষয়টি উত্থাপন করার সুযোগ পাইনি। তবে এই বিষয়টি আমি উত্থাপন করব”।