নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা। এই আবহে মহিলারা প্রতিবাদে বসেছে। কেননা, মূল কাণ্ডারি শেখ শাহজাহান এখনও অধরা। কেন্দ্রীয় নেতা অমিত মালব্য তার 'এক্স' মাধ্যমে সন্দেশখালির মহিলাদের পক্ষে এক বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, '' পশ্চিমবঙ্গের ডিজিপি #Sandeshkhali শিবির করলেও শাহজাহান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সম্ভবত, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ছাড়পত্র দেননি বলে... তাই অপরাধী শাহজাহান শেখ যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আতিথেয়তা ভোগ করছেন, তখন পশ্চিমবঙ্গ পুলিশ সন্দেশখালির স্থানীয়দের হয়রানি অব্যাহত রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী শাহজাহান শেখের বিরুদ্ধে প্রশাসনের ভিন্নমত দমনে যে অসন্তোষ ছিল, তাঁদেরও রেহাই দেয়নি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীরা। তাদের প্রশ্ন যে, শাহজাহান শেখ কোথায় ? ''
বিজেপি নেতা অমিত মালব্য সন্দেশখালির মহিলাদের সমস্যার কথা তুলে ধরে এক ভিডিও শেয়ার করেছেন। যাতে রাস্তায় বসে মহিলাদের প্রতিবাদ, আর্তনাদ স্পষ্ট লক্ষণীয়।